বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ - ১৬:৪৭
অজ্ঞাত-মালিকের সম্পদ পাওয়া গেলে করণীয় শরয়ী বিধান

জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যখন আমাদের সামনে এমন সম্পদ এসে পড়ে যার মালিকানা অজানা। ইসলাম এ ধরনের সম্পদের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। অন্যের হক নষ্ট না করে কীভাবে এর সমাধান করতে হবে—সে বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফি.) একটি ইস্তিফতার জবাব প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফি.)-এর অজ্ঞাত-মালিক সম্পদ (اموال مجهول‌المالک) সম্পর্কিত ইস্তিফতার (ধর্মীয় প্রশ্নের) জবাব নিম্নরূপ:

প্রশ্ন: যদি দোকানের ক্যাশবাক্স বা ব্যাংক একাউন্টে (কিংবা টাকা রাখার অন্য কোনো স্থানে) এমন অর্থ পাওয়া যায়, যার বিষয়ে নিশ্চিত নই যে তা আমাদের নিজের নাকি অন্য কারও—তাহলে করণীয় কী? অনুসন্ধানের পরও যদি মালিককে খুঁজে পাওয়া না যায়, তবে কি সেই অর্থ ব্যবহার করা যাবে?

উত্তর (আয়াতুল্লাহ খামেনেয়ী হাফি.): প্রথমে অবশ্যই যথাসাধ্য অনুসন্ধান করতে হবে। যদি খোঁজাখুঁজির পরও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব না হয় এবং সেই ক্যাশবাক্স বা ব্যাংক একাউন্ট যদি একান্তই আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্দিষ্ট থাকে—অর্থাৎ সেখানে অন্য কেউ সাধারণত টাকা রাখে না—তাহলে সেই অর্থ আপনার সম্পদ হিসেবেই গণ্য হবে এবং আপনি তা ব্যবহার করতে পারবেন।

সংযোজিত সারকথা: মালিককে যথাযথভাবে খুঁজতে হবে। মালিককে খুঁজে না পাওয়া গেলে এবং জায়গাটি (স্থান/একাউন্ট) যদি একান্তই ব্যক্তিগত হয়, তবে অর্থ নিজের বলে গণ্য করা যাবে।

কিন্তু যৌথ ব্যবহারের জায়গায় (সিন্ধুক/একাউন্ট) পাওয়া অর্থের জন্য আলাদা ফিকহি বিধান প্রযোজ্য।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha