মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২১
মসজিদের সম্পদ ভাড়া দেওয়ার শরয়ী বিধান

মসজিদ মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র এবং “আল্লাহর ঘর” হিসেবে সর্বদা মর্যাদা ও পবিত্রতার অধিকারী।

হাওজা নিউজ এজেন্সি: প্রায়শই প্রশ্ন উঠে যে, মসজিদের আর্থিক প্রয়োজন মেটাতে কী কী উপায়ে আয় করা বৈধ, যাতে একদিকে মসজিদের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং অন্যদিকে এর প্রয়োজনীয় খরচও সঠিকভাবে মেটানো যায়।

এ বিষয়ে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নিকট নিম্নলিখিত প্রশ্ন উপস্থাপন করা হয় এবং তিনি এর জবাব প্রদান করেছেন।

প্রশ্ন: মসজিদের চলতি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে, মসজিদের যেসব সম্পদ ওয়াকফ নয়, সেগুলো কি নির্দিষ্ট সময়ের জন্য মানুষের ব্যবহারে দেওয়া এবং এর বিনিময়ে মসজিদের জন্য অর্থ গ্রহণ করা বৈধ?

উত্তর (ফতোয়া): হ্যাঁ, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (মুতাওয়াল্লি) মসজিদের মর্যাদা রক্ষা ও মসজিদের স্বার্থ বিবেচনা করে, ওয়াকফ নয় এমন সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য মানুষের ব্যবহারের জন্য দিতে পারে এবং এর বিনিময়ে মসজিদের জন্য অর্থ গ্রহণ করা জায়েয।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha