শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ - ১০:০০
বিড়ালের লোম কি নাপাক এবং তা কি নামাজ নষ্ট করে?

ইসলামে পবিত্রতা ও অপবিত্রতার বিধান ইবাদতের স্বীকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে নামাজের ক্ষেত্রে সামান্য বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পোষা প্রাণীর মধ্যে বিড়াল সাধারণত মানুষের নিকটবর্তী হওয়ায় এর লোম নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে: বিড়ালের লোম কি নাপাক এবং তা কি নামাজকে বাতিল করে?

হাওযা নিউজ এজেন্সি: আধুনিক জীবনে অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পোষে থাকেন। ফলে প্রায়ই এ প্রশ্ন উঠে যে, বিড়ালের লোম নাপাক কি না এবং তা নামাজকে অকার্যকর করে কি না। এ প্রসঙ্গে মহামান্য মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি সিস্তানী’র দপ্তরে করা এক ইস্তেফতা (ধর্মীয় প্রশ্নোত্তর) এর জবাব প্রকাশ করা হয়েছে।

প্রশ্ন: শোনা যায় যে বিড়ালের লোম নাপাক এবং তা শরীর বা কাপড়ে থাকলে নামাজ বাতিল হয়ে যায়। এ কথা কি সঠিক?

উত্তর (আয়াতুল্লাহ সিস্তানী’র দপ্তর): বিড়ালের লোম নাপাক নয়। আর যদি অল্প (এক বা দুইটি লোম) কাপড় বা শরীরে লেগে থাকে, তবে তা নামাজকে বাতিল করবে না।

সূত্র: sistani.org

আপনার কমেন্ট

You are replying to: .
captcha