শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:২৮
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

এই কবিতায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে লেখা হয়েছে তীক্ষ্ণ কিছু পংক্তি, যেখানে তাঁর দ্বিচারিতা, স্বার্থপরতা ও মধ্যপ্রাচ্যের মজলুমদের প্রতি উদাসীনতা তুলে ধরা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অনেক নেতাকে নায়ক কিংবা খলনায়ক হিসেবে দেখা হয়। তবে ইতিহাস সবসময় সত্যকে প্রকাশ করে, আর মানুষের রক্ত-ঘাম-আকাঙ্ক্ষার সামনে ভণ্ডামি বেশিদিন টেকে না। আজকের এই কবিতায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে লেখা হয়েছে তীক্ষ্ণ কিছু পংক্তি, যেখানে তাঁর দ্বিচারিতা, স্বার্থপরতা ও মধ্যপ্রাচ্যের মজলুমদের প্রতি উদাসীনতা তুলে ধরা হয়েছে। কবি প্রশ্ন ছুঁড়ে দেন—কোন নেতা সত্যিকারের সংগ্রামী, আর কে শুধু মুখে মুখেই ন্যায়ের পতাকা তোলে? রাজনীতি, ধর্ম, ক্ষমতা আর ভণ্ডামির এই দ্বন্দ্বই কবিতার মূল সুর।

এরদোগান 
-রাজা আলী
 

ওগো, বলো তুমি কার?
এমন হুঙ্কার ছাড়ো তুমি 
ফিলিস্তিন ভাবে আমার
সত্যটা জানে অন্তর্জামী।

এতদিন এমন ই হতো মনে
ট্রাম্প করিল সত্য ফাঁস 
সিরিয়ার নায়ক তুমি গোপনে
গাজা তোমা থেকে নিরাশ।

সিরিয়ার কৃতিত্ব নাও না কেনো?
ট্রাম্প সাধছেন এতো
তুমি করো নি কাজ যেনো তেনো
সন্ত্রাসীদের সেবায় রত ।

তোমার ভূখণ্ড দিয়ে দায়েশ 
প্রবেশ করিয়েছিল কে?
মসনদে করেছো আয়েস
খেলেছো ফিলিস্তিনের রক্তে?

জানো তো,হিজবুল্লাহ যা পারে
তুমি পারো না তার একবিন্দু 
আজ মজলুমের রক্তের ভারে
রচনা করেছো অন্যায় সিন্ধু ।

তুমি ভিলেন, তুমি শত্রু বড়ো
অনেকেই বুঝেছে আজ
স্বার্থ ছাড়া বুঝলে না একদিনও
তোমার রক্তে রয়েছে শুধু রাজ।

২৭.০৮.২৫

আপনার কমেন্ট

You are replying to: .
captcha