রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৫২
বাড়ির মালিকানা কি নারীকে হজের জন্য আর্থিকভাবে সক্ষম (মুস্তাতি’ঈ) করে তোলে?

গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি নারীর হজের আর্থিক সক্ষমতা (ইস্তিতআ’ত) সম্পর্কিত এক ফিকহি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি ছিল—যদি কোনো নারী কেবল নিজের বসবাসের ঘরের অর্ধেক মালিকানা রাখেন, তবে তিনি কি হজের জন্য আর্থিকভাবে সক্ষম হিসেবে গণ্য হবেন?

হাওজা নিউজ এজেন্সি: ফিকহি দৃষ্টিকোণ থেকে হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো ইস্তিতআ’ত বা আর্থিক সামর্থ্য। অর্থাৎ, হজে যাওয়া ব্যক্তির কাছে ভ্রমণ ব্যয় ও সফরের সময়ে পরিবারের ভরণ-পোষণের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে এবং হজ শেষে তার আর্থিক অবস্থা এমন হতে হবে না যে, চরম কষ্ট বা দারিদ্র্যে পতিত হন।

বসতবাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন
প্রায়ই এমন প্রশ্ন উঠে আসে—যাদের একমাত্র মূল্যবান সম্পদ হলো তাদের বসবাসের বাড়ি, তারা কি হজে ইস্তিতআ’ত অর্জন করেছেন বলে বিবেচিত হবেন? এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মাকারেম শিরাজির কাছে নিম্নোক্ত প্রশ্ন করা হয়:

প্রশ্ন: একজন নারীর নিজের বসবাসের ঘরের অর্ধেক মালিকানা রয়েছে। এ ক্ষেত্রে কি তিনি হজ পালনের জন্য আর্থিকভাবে সক্ষম (মুস্তাতি’ঈ) গণ্য হবেন?

উত্তর: যদি ওই বাড়ি ছাড়া বসবাসের জন্য তার আর অন্য কোনো বাড়ি না থাকে, তবে তিনি মুস্তাতি’ঈ নন। [অর্থাৎ তার ওপর হজ ওয়াজিব নয়!]

উৎস: old.makarem.ir

আপনার কমেন্ট

You are replying to: .
captcha