সোমবার ৬ অক্টোবর ২০২৫ - ০৯:৫২
শত্রুর যেকোনো পদক্ষেপে কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসি

ইসলামি বিপ্লবী গার্ড করপসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যেকোনো হুমকি বা পদক্ষেপের জবাবে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ প্রস্তুত।

হাওজা নিউজ এজেন্সি: দক্ষিণ ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী ঘাঁটিতে মোতায়েন আইআরজিসি নৌ ইউনিটসমূহের পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। পরিদর্শনের সময় তিনি পারস্য উপসাগরের দ্বীপগুলোতে অবস্থানরত ইউনিটগুলোর যুদ্ধপ্রস্তুতিকে “অত্যন্ত উচ্চ” বলে মূল্যায়ন করেন।

নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে মেজর জেনারেল পাকপুর বলেন, “যেমনভাবে সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে জায়নিস্ট শাসন ও যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল, তেমনি যদি শত্রুরা সমুদ্র বা দ্বীপে কোনো ধরনের নড়াচড়া করে, আইআরজিসি নৌবাহিনী সর্বশক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে।”

তিনি আরও বলেন, ইরানি সেনাদের দৃঢ় মনোবল ও ইসলামী মূল্যবোধে অটল ইমানই তাদের শক্তির প্রধান উৎস, যা শত্রুদের মনে ভয় জাগায়।

সূত্র: আইআরএনএ (IRNA)

আপনার কমেন্ট

You are replying to: .
captcha