হাওজা নিউজ এজেন্সি: ইসলামী ফিকহে খুমস একটি গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব। সমসাময়িক জীবনযাত্রায় কোন বার্ষিক প্রয়োজনীয় ব্যয় হিসেবে বিবেচিত হবে—এ নিয়ে প্রশ্ন বহু পরিবারে দেখা দেয়। জেহিজ সম্পর্কিত এই ইস্তিফতাটি সেই প্রশ্নের একটি ব্যবহারিক উদাহরণ।
প্রশ্ন: মেয়ের জেহিজের (কন্যাদায় সামগ্রী) জন্য যদি বছরের মধ্যে উপার্জিত আয় থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয় এবং বছরের খুমস হিসাবের আগেই তা সংগ্রহ করা হয়—তাহলে কি এসব সামগ্রীতে খুমস দিতে হবে?
উত্তর: যদি জেহিজ (মেয়েকে উপহার হিসেবে দেয়ার প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী) সাধারণভাবে ভবিষ্যতের মুউ’নাহ— অর্থাৎ প্রয়োজনীয় ব্যয়— হিসেবে গণ্য হয়, তাহলে এতে খুমস প্রযোজ্য নয়; যদিও বছরের শেষ পর্যন্ত এসব জিনিস ব্যবহার করা নাও হয়ে থাকে।
আপনার কমেন্ট