রবিবার ১৬ নভেম্বর ২০২৫ - ০৯:২১
ফিতনার সময় করণীয় কী?

রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফিতনা ও কঠিন পরিস্থিতি থেকে মুক্তির মূল পথ হিসেবে কুরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
إِذَا التَبَسَت عَلَیکُمُ الفِتَنُ کَقِطَعِ اللَّیلِ المُظلِمِ فَعَلَیکُم بِالقُرآنِ
“যখন ফিতনা অন্ধকার রাতের টুকরোর মতো তোমাদের চারদিকে ছড়িয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে— তখন তোমাদের অবশ্যই কুরআনের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত থাকতে হবে।”

[উসূলুল কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ৪৫৯]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha