বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ - ১৪:৫১
মুহাম্মাদপুর শিয়া জামে মসজিদে আইয়্যামে ফাতিমিয়ার শোক মজলিস অনুষ্ঠিত

রাজধানীর মুহাম্মাদপুর শিয়া জামে মসজিদ ও ইমামবাড়ায় সম্প্রতি আইয়্যামে ফাতিমিয়ার শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন নাজরে হুসাইন (আ.) বাংলাদেশ মজলিসের উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।

হাওজা নিউজ এজেন্সি: মজলিসে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাশেম আব্বাস সাহেব। তিনি হযরত ফাতিমা যাহরার (সা.আ.) জীবনের জ্ঞান, রিসালাত ও বেলায়েতের জন্য তাঁর অনন্য পরিশ্রম ও ত্যাগের দিকগুলো তুলে ধরেন এবং শ্রোতাদের হৃদয়স্পর্শী বাণী প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত উম্মাহ সকলে মিলিত হয়ে শোক পালন করেন এবং হযরত ফাতিমা (সা.আ.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। মজলিসটি ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha