মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ - ১৩:১৫
পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশাক দার বলেছেন, ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (SNSC) নবনিযুক্ত সচিব আলী লারিজানিকে স্বাগত জানান এবং দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। ইশাক দার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাকিস্তান তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

নির্ধারিত কর্মসূচি অনুসারে, লারিজানি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

তেহরান ত্যাগের আগে ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন যে তিনি “বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ” পাকিস্তান সফরে এসেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে পরিচালিত ১২ দিনের যুদ্ধে পাকিস্তানের অবিচল সমর্থন ইরানের জনগণ কখনো ভুলবে না। তাঁর মতে, প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাই তেহরানের অগ্রাধিকার।

লারিজানি আরও উল্লেখ করেন, তেহরান–ইসলামাবাদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র মতে, ইরান–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চুক্তিগুলোর অগ্রগতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইসলামি বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো—এসবই লারিজানি ও পাকিস্তানের শীর্ষ নেতাদের বৈঠকে আলোচনার প্রধান বিষয় হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha