বুধবার ২৬ নভেম্বর ২০২৫ - ১৬:৩৫
ইরান–পাকিস্তান বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান লারিজানির

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে বৈঠকে তেহরান–ইসলামাবাদের বার্ষিক বাণিজ্যকে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি: বৈঠকে লারিজানি দুই দেশের ঐতিহাসিক ও সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইরান–পাকিস্তান সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করা সময়োপযোগী এক প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা বর্তমানে যেভাবে ব্যবহৃত হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি সক্রিয়ভাবে কাজে লাগানো যেতে পারে। এ লক্ষ্যে তিনি বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং অর্থনৈতিক যোগাযোগ ও বাণিজ্যিক প্রক্রিয়া সহজতর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও বারবার বলেছেন যে তাঁর প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। গত আগস্টে পেজেশকিয়ানের পাকিস্তান সফরের সময় দুই দেশ বিভিন্ন খাতে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।

বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিস্থিতি এবং ইসলামী দেশগুলোর মধ্যে যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা একমত হন যে আঞ্চলিক সংকট সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ, বিস্তৃত সমন্বয় এবং সুসংহত সহযোগিতা অপরিহার্য—বিশেষত মুসলিম দেশগুলোর বিরুদ্ধে হুমকিস্বরূপ পরিস্থিতি মোকাবিলায়। ফিলিস্তিন প্রশ্নকে তারা ইসলামী বিশ্বের সহযোগিতার অন্যতম কেন্দ্রীয় ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে তেহরান ও ইসলামাবাদের মধ্যে আরও গভীর ঐক্য, সংহতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha