বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ - ১১:৫৬
সম্ভাব্য ‘রদ্দে মাজালিম’-এর নিয়তে সদকা

অনেকেই আশঙ্কা করেন—নিজের অজান্তে কারও হক ও অধিকার নষ্ট হয়ে গেছে কি না এবং কীভাবে সেই হক আদায় করা যায়। ঠিক এই অবস্থায় প্রশ্ন ওঠে, সদকা দিলে কি তা সম্ভাব্য ‘রদ্দে মাজালিম’-এর বিকল্প হতে পারে? এ প্রশ্নেরই সরল ও কার্যকর সমাধান দিয়েছেন হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী শরিয়তে মানুষের ব্যক্তিগত ও সামাজিক আচরণের জন্য যে বিধান নির্ধারিত আছে, তার মধ্যে রদ্দে মাজালিম (অর্থাৎ অজান্তে বা ভুলক্রমে নষ্ট হয়ে যাওয়া কারও অধিকার আদায় করা)— একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে চিন্তিত থাকেন: যদি এমন কারও অধিকার আমাদের ওপর থেকে যায়, যা এখন আর মনে নেই, তাহলে সেটি কীভাবে পূরণ করা সম্ভব?

অহলুল বাইত (আ.)–এর মালকে পবিত্র রাখা ও সন্দেহজনক বিষয় পরিহারের তাগিদ এই প্রশ্নকে আরও গুরুত্ব দেয়। এ প্রেক্ষাপটে আগ্রহীদের জন্য পূর্ণাঙ্গ স্টিফতাটি তুলে ধরা হলো:

প্রশ্ন: আমরা কি এই নিয়ত করতে পারি যে—যে কোনো সদকা দেব, তা সম্ভাব্য রদ্দে মাজালিমের উদ্দেশ্যে হবে; যেন আমাদের ওপর যদি কোনো অজানা অধিকার থাকে, সেটির বিকল্প হিসেবে গণ্য হয়? এ ধরনের নিয়ত কি সহীহ?

উত্তর: যদি আপনি উল্লিখিত নিয়তে অর্থ কোনো ফকিরকে প্রদান করেন, তবে তা সহীহ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha