হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মুমিনীন (আ.) বলেন: “ইখলাস (নিষ্কলুষ আন্তরিকতা) হলো ধর্মের চূড়ান্ত ফল এবং দ্বীনের শেষ পরিণাম।”
তোমরা দেখো-ধর্মচর্চার আসল ফল হলো ইখলাস। যদি ইখলাস না থাকে, তবে তুমি তোমার ধর্মীয় আমল থেকে কোনো ফলই লাভ করতে পারবে না। ইখলাস হলো নিকটবর্তী বান্দাদের ইবাদত।
যারা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত, তাদের ইবাদতের মূল বৈশিষ্ট্যই হলো ইখলাস। ইখলাস হলো ইবাদতের মাপকাঠি। ইবাদতের মূল্য তখনই আছে, যখন তাতে ইখলাস থাকে; ইখলাসহীন ইবাদতের কোনো মূল্য নেই।
ইখলাস হলো ঈমানের সর্বোচ্চ স্তর। যারা ইখলাসের পর্যায়ে পৌঁছে যায়, তারাই ঈমানের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়।
ঈমানের চূড়া ইখলাসের মাধ্যমেই অর্জিত হয়। ইখলাস হলো দৃঢ় ইয়াকিনের পরিণতি।
যেকোনো দৃঢ় বিশ্বাস (ইয়াকিন)-এর চূড়ান্ত ফলও হলো ইখলাস।
এরপর তিনি বলেন: “ইখলাসের মধ্যেই রয়েছে মুক্তি।”
যে ব্যক্তি ধর্মীয় ও দুনিয়াবি-এমনকি আখিরাতের-সব ধরনের অনিষ্ট ও অশুভ থেকে মুক্তি পেতে চায়, তাহলে মুক্তির পথের শুরু এবং সমাপ্তি-ইখলাস, ইখলাস এবং ইখলাস।
আমিরুল মুমিনীন (আ.) বলেন: “ইখলাস (নিষ্কলুষ আন্তরিকতা) হলো ধর্মের চূড়ান্ত ফল এবং দ্বীনের শেষ পরিণাম।”
আপনার কমেন্ট