শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ - ১৭:০৩
নবী (সা.)-এর প্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদত স্মরণে রাজবাড়ীতে শোক মজলিস অনুষ্ঠিত

আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে এক শোক মজলিস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাজবাড়ী, বাংলাদেশ-বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ইং, যোহর বাদ আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে এক শোক মজলিস। শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত এ শোক অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত আলেম ও অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা ডা. রেজওয়ানুস সালাম খান। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া থেকে আগত মেহমান জনাব আমিনুল ইসলাম এবং যশোর থেকে কাফেলাসহ আগত জনাব মনিরুজ্জামান জনি। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ীর পরিচালক জনাব খোরশেদ আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনী, তাঁর ত্যাগ-তিতিক্ষা, আদর্শ এবং মুসলিম উম্মাহর জন্য তাঁর শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুরো মজলিসজুড়ে ছিল শোকাতুর পরিবেশ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের আবহ।

অনুষ্ঠান শেষে আগত মেহমান ও উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আয়োজক:
আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ী, বাংলাদেশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha