শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ - ১৯:৩৮
হযরত ফাতিমা যাহরা (সা.আ.)'র শাহাদাত বার্ষিকীতে হিলি আহলে বাইত শিয়া জামে মসজিদে শোক মজলিস

বিশ্ব দুলালী, নবী নন্দিনী, জান্নাতের নেত্রী হযরত ফাতিমা যাহরা (সা.আ.)'র পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আংড়া (হিলি) আহলে বাইত শিয়া জামে মসজিদ ও ইমামবাড়ীর উদ্যোগে এক শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে। এই শোক মজলিসে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন জনাব দেলোয়ার হোসাইন ধর্মীয় আলোচনা পেশ করেন। তিনি হযরত ফাতিমা (সা.আ.)'র জীবনাদর্শ, ত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে হুজ্জাতুল ইসলাম মুহাদ্দিস মো. আনিসুর রহমান তার বক্তব্যে মানবীয় মর্যাদা ও নৈতিকতায় হযরত ফাতিমা (সা.আ.)'র অনন্য অবস্থান তুলে ধরে মুসলিম উম্মাহকে তার শিক্ষা ও পথনির্দেশনা অনুসরণের তাগিদ দেন।

বক্তারা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)'র শাহাদাতের শোক ও মূল্যবান জীবনী থেকে শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকল ধর্ম-বর্ণ ও বিশ্বের সকল মুসলমানের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও দূরীভূত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

শোক মজলিসের শেষ পর্বে তাবারুক বিতরণের মাধ্যমে এই শোকানুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha