বুধবার ২৬ নভেম্বর ২০২৫ - ১৪:০৪
সাতক্ষীরার নূরনগরে আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে মজলিস অনুষ্ঠিত

সাতক্ষীরার নূরনগরে আইয়াম-এ-ফাতিমিয়ার উপলক্ষে মজলিস অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক মু’মিন অংশগ্রহণ করেন। কর্মসূচির সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সাতক্ষীরার নূরনগরে আইয়াম-এ-ফাতিমিয়ার উপলক্ষে মজলিস অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক মু’মিন অংশগ্রহণ করেন। কর্মসূচির সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এর পর মসজিদে জামেঃ সাহিবুয্-যমান (আ.)-এর ইমাম, হুজ্জতুল ইসলাম সাজিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে, বাংলাভাষায় রচিত ১২০০ পৃষ্ঠার গ্রন্থ "ফাতিমা যাহরা (সা.)"-এর লেখক মুনির আরমান তার এই গবেষণামূলক কাজের পরিচিতি তুলে ধরেন এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলো ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি—
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. রিজওয়ানুস সালাম খান,
পরিচালক, নূরুল ইসলাম একাডেমি, কলকাতা (ভারত)—
নিজ বক্তব্যে বলেন:
“আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে হযরত জাহরা (সা.আ.)-এর সন্তুষ্টিতে, এবং জান্নাতের পথ আহলুল বাইত (আ.)-এর অনুসরণ দিয়েই অতিক্রম করা যায়।”

আয়োজকদের মতে, ড. রিজওয়ানুস সালাম খান আগামী দিনগুলোতে মু’মিনদের আমন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে সফর করবেন এবং জনগণের সাথে সাক্ষাৎ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha