বুধবার ২৬ নভেম্বর ২০২৫ - ১০:১৩
হালিশহরে হযরত ফাতিমা (সা.আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিস ও মিছিল | ছবি

হাওজা/ চট্টগ্রাম বন্দরনগরীর হালিশহর হুসাইন (আ.) ট্রাস্ট ইমামবাড়ায় হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক ও মাতমে ভারী হয়ে ওঠে পরিবেশ। গভীর শ্রদ্ধা, মহব্বত ও ধর্মীয় গাম্ভীর্যে অনুষ্ঠিত মজলিস, মিছিল ও দোয়া মাহফিলে অঞ্চলের বহু মুমিন-মুমিনাত সমবেত হয়ে তাঁর পবিত্র সীরাত ও ত্যাগের স্মরণ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha