বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ - ০৫:৩০
ইমাম হাসান আসকারী (আ.)–এর দৃষ্টিতে আদবের প্রকৃত রুপ

ইমাম হাসান আসকারী (আলাইহিস সালাম) এক নূরময় বাণীতে মানুষের প্রকৃত আদব ও চরিত্রগঠনের আসল মানদণ্ড তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান আসকারী (আ.) বলেন,
کَفاکَ أَدَبًا تَجَنُّبُکَ ما تَکْرَهُ مِنْ غَیْرِکَ
“তোমার জন্য এতটুকু আদবই যথেষ্ট যে, অপরের আচরণে যা তুমি অপছন্দ কর— নিজেও তা থেকে দৃঢ়ভাবে বিরত থাকো।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৮, পৃষ্ঠা ৩৭৭]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha