হাওজা নিউজ এজেন্সি’র রিপোর্ট অনুযায়ী, “যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২”— এই খবরকে কেন্দ্র করে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুহাম্মদ মুনীর হুসাইন খান, পাঠকদের তা উপস্থাপন করা হলো:
বিদ্যাপীঠ যেন বলির বেদী ও বধ্যভূমিতে পরিণত হয়েছে। আসলেই এই মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) এক আজব রাষ্ট্র, যেখানে বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়সমূহে পাঠদানের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞ অহরহ সংঘটিত হয়।
বাহ্! কী চমৎকার মাযুরার বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়—যেখানে শিক্ষার্থীদের এক হাতে মসি, আরেক হাতে অসি; অথবা অসি ও মসির অনুশীলন ও চর্চা সমান তালে চলে! এমন দেশটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে?! এই দিক থেকে সত্যিই মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) গুণকীর্তন করা উচিত।
মাযুরায় (মার্কিন মুলুকে) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে প্রাণহানির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার—ডালভাতের মতোই সাধারণ। আর তা মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) ঐতিহ্যবাহী উচ্ছৃঙ্খল, অভদ্র, অশালীন, বখাটে, হিংস্র, দাঙ্গাবাজ, রংবাজ কাউবয় সংস্কৃতি থেকে উদ্ভূত।
কিছুদিন অন্তর অন্তর মাযুরার বিশ্ববিদ্যালয় ও স্কুলসমূহে গোলাগুলিতে হতাহত হওয়ার রক্তাক্ত ঘটনাগুলো প্রমাণ করে যে মার্কিন জাতি চরম অসভ্য, হিংস্র, সহিংস, দাঙ্গাবাজ, রক্তপিপাসু ও রক্তলোলুপ একটি জাতি—যার নমুনা বিশ্বে বিরল।
এসব ঘটনা যদি বাংলাদেশের মতো অইউরোপীয় ও অপশ্চিমা দেশসমূহে ঘটত, তাহলে সবাই কত ধিক্কার দিত ও সমালোচনা করত। অথচ উল্লুক-মার্কা মগের মুল্লুক মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজসমূহে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যাযজ্ঞের ঘটনা অহরহ ঘটলেও বিশ্বব্যাপী কোনো নিন্দা ও সমালোচনাই নেই। কেন?
যারা সমালোচনা করবে—যেমন তথাকথিত সুশীল, সুধী বুদ্ধিজীবী, সাংবাদিক ও চিন্তাবিদগণ—তারা আসলে মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রশংসায় পঞ্চমুখ। তাদের কাছে মাযুরা যেন স্বপ্নপুরী, স্বর্গরাজ্য স্বরূপ। তাই তারা কী করে স্বপ্নীল স্বর্গপুরীর এই দোষগুলো উল্লেখ করবে? তা হলে তো তাদের সাধের স্বপ্নপুরী ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে।
এ ধরনের ভয়াবহ, লোমহর্ষক, নৃশংস সহিংসতায় বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হতাহত হওয়ার পাশাপাশি মারাত্মক মানসিক ট্রমার শিকার হচ্ছে, যা অনেকেই সারাজীবন বয়ে বেড়াবে।
কিন্তু মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) আগ্নেয়াস্ত্র উৎপাদনকারী ও ব্যবসায়ীরা অস্ত্রব্যবসা রমরমা রাখার জন্য প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। এমনকি তারা মার্কিন কংগ্রেস ও সিনেট সদস্যদের ঘুষ-উৎকোচ দিয়েও থাকে। এ কারণেই অস্ত্র নির্মাতা ও ব্যবসায়ীরা মার্কিন নির্বাচনে অঢেল অর্থ ব্যয় করে থাকে।
আর এই কারণেই মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) সরকার ও প্রশাসন প্রকাশ্যে অস্ত্র বিক্রি বন্ধ করতে পারছে না।
সত্যিই মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) একটি হতচ্ছাড়া, ইতর, বদমাইশ, অসভ্য, বর্বর ও রক্তপিপাসু দেশ ও জাতি। যে জাতি নিজেরাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে নিজেদের মানুষ হত্যা করতে পারে, সেই জাতির অনিষ্ট থেকে বিশ্ব আজ বড়ই অনিরাপদ।
এ ছাড়াও মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) বিশ্বের বিভিন্ন দেশে আক্রমণ ও আগ্রাসন চালিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে ও করছে। যার সর্বশেষ উদাহরণ পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বিভিন্ন দেশে আগ্রাসন ও হামলা চালিয়ে গণহত্যা।
ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, লিবিয়া, গাজা, ইয়ামান ও সুদানে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও ইসরাইলের হিংস্র থাবায় রক্ত ঝরছে অবিরাম।
এরপরও কি মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) স্তুতি গাওয়া জায়েয হবে?!
রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট