হাওজা নিউজ এজেন্সি: সোমবার করাচিতে অনুষ্ঠিত ‘মজলিস-ই-ইত্তেহাদে উম্মত’ শীর্ষক এক সম্মেলন শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল ও সর্বাঙ্গীণ সমর্থনের অঙ্গীকার করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা-ই-ইসলাম (জেইউআই) দলের প্রধান মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মাওলানা মুহাম্মদ তাকী উসমানি, শিয়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাহিবজাদা আবুল খায়ের জুবাইর, ন্যাশনাল সলিডারিটি কাউন্সিলের সভাপতি সৈয়দ ফাইয়্যাজ হুসাইন নাকভি এবং সিন্ধু প্রদেশের শিয়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জোটের সভাপতি।
ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থানের ওপর জোর দিয়ে তারা মুসলিম দেশগুলোর প্রতি— গাজায় শান্তি প্রতিষ্ঠার অজুহাতে প্রণীত কোনো বিদেশি পরিকল্পনার অংশ না হতে আহ্বান জানান।
পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া চূড়ান্ত বিবৃতিতে তারা বলেন, “গাজায় সেনা পাঠানো কিংবা তথাকথিত শান্তির নামে কোনো পদক্ষেপ নিতে আমরা যেন বাইরের চাপের কাছে নতি স্বীকার না করি। একই সঙ্গে হামাস প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার কোনো উদ্যোগে অংশ নেওয়া উচিত নয়।”
চলমান যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি আগ্রাসন ও অপরাধ অব্যাহত থাকার তীব্র নিন্দা জানিয়ে আলেম ও ধর্মীয় নেতারা বলেন, দখলদার শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামে সমর্থন দেওয়া সব মুসলমানের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, ফিলিস্তিন কেবল মুসলিম বিশ্বের নয়, বরং সমগ্র মানবতার জন্যই একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়ে অবহেলা বা নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আপনার কমেন্ট