হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মরহুম আল্লামা মিসবাহ ইয়াজদি তাঁর এক বক্তৃতায় “আহলে বাইত আলাইহিমুস সালামের অমূল্য ঐতিহ্য” বিষয়ে আলোচনা করেছেন, যা আপনাদের বিদ্বজ্জন সমাজের জন্য উপস্থাপন করা হলো।
যেসব বিষয়কে পবিত্র ইমামগণ (আ.) ভালোবাসেন, এবং এই ভালোবাসার কারণে যাঁরা সে অনুযায়ী কাজ করেন তাঁদের প্রতি বিশেষ দৃষ্টি দেন—তার অন্যতম হলো
“তাঁদের শিক্ষাসমূহ ও উপদেশসমূহ পুনরায় বর্ণনা করা এবং সেগুলো বিস্মৃত হওয়া থেকে রক্ষা করা।”
পবিত্র ইমামগণের (আ.) বাণীর একটি বিশাল ভাণ্ডার, এক হাজার বছরেরও বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে প্রচারিত হয়েছে, বহু গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে এবং অসংখ্য ছাত্র তাঁদের শিক্ষকদের কাছে সেগুলো পাঠ ও অধ্যয়ন করেছে।
এর ফলে আমাদের জন্য এক অত্যন্ত মূল্যবান সম্পদ অবশিষ্ট রয়েছে।
নিশ্চয়ই আহলে বাইত (আ.) চান এই শিক্ষাসমূহ জীবিত থাকুক এবং মানুষের কাছে বলা হোক।
যদি তাঁরা এটি পছন্দ না করতেন, তবে এমন বাণী শিক্ষা দিতেন না!
সূত্র: ৩০/০৫/২০১৭ তারিখে প্রদত্ত বক্তৃতা
পবিত্র ইমামগণ (আ.) তাঁদের শিক্ষাসমূহ পুনরুক্তি করা এবং সেগুলো বিস্মৃত হওয়া থেকে রক্ষা করাকে ভালোবাসেন। এই শিক্ষাসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে বর্ণিত হয়েছে, গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে এবং শিক্ষা দেওয়া হয়েছে, যার ফলে এক অমূল্য সম্পদ অবশিষ্ট রয়েছে। আহলে বাইত (আ.) চান এই জ্ঞানসমূহ জীবিত থাকুক এবং মানুষের কাছে প্রচারিত হোক।
আপনার কমেন্ট