বৃহস্পতিবার ১ জানুয়ারী ২০২৬ - ১৪:৩১
কলকাতায় অনুষ্ঠিত হলো ‘খাতুন-এ-জান্নাত সেমিনার’

নবীকন্যা হযরত ফাতিমা (আঃ)-এর মহিমান্বিত জীবন ও আদর্শকে কেন্দ্র করে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘খাতুন-এ-জান্নাত সেমিনার’।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নবীকন্যা হযরত ফাতিমা (আঃ)-এর মহিমান্বিত জীবন ও আদর্শকে কেন্দ্র করে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘খাতুন-এ-জান্নাত সেমিনার’। নূরুল ইসলাম একাডেমী-র সম্পাদক জনাব ড. মওলানা রিজওয়ানুস সালাম খান সাহেবের উদ্যোগে নতুন বছর ২০২৬ সালের ১-লা জানুয়ারি, কলকাতার মৌলালী যুবকেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 (ফোটো রিপোর্ট)

সেমিনারে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী প্যায়মান খায়ের খা, যাঁর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত উপস্থিত শ্রোতৃবৃন্দকে গভীরভাবে আবিষ্ট করে।
‘নবীকন্যা ফাতিমা (আঃ)-এর আলোকবর্তিকা জীবনী’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. সৈয়দ মহসিন রেজা আবদী সাহেব, মৌলানা আব্দুর রউফ, জনাব মৌলানা আমিনুল আম্বিয়া সাহেব এবং বিশিষ্ট হিন্দু অধ্যাপক মদন চন্দ্র করন। বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ গঠনে হযরত ফাতিমা (আঃ)-এর চরিত্র, আত্মত্যাগ, নারীর মর্যাদা ও ন্যায়ভিত্তিক জীবনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
সেমিনারে নারী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফারজানা ফাতিমা খান, যিনি বর্তমান সমাজে নারীর আত্মমর্যাদা ও আদর্শিক শক্তি গঠনে ফাতিমা (আঃ)-এর ভূমিকা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পর্ব ছিল ‘ফাতিমা (আঃ)-এর মর্যাদা’ শীর্ষক কবিতা পাঠ। এতে কবিতা পরিবেশন করেন কবি গুলশান সাহেব, মুস্তাক আহমদসহ অন্যান্য কবিবৃন্দ।
সার্বিকভাবে ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক চেতনার সমন্বয়ে আয়োজিত এই সেমিনারটি উপস্থিত শ্রোতৃবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নতুন বছরের শুরুতে এক গভীর তাৎপর্যপূর্ণ বার্তা পৌঁছে দেয়।
এছাড়া 'জান্নাতী হূর হযরত ফাতিমা যাহরা (অঃ) শিরোনামে একটি মূল্যবান বই প্রকাশ করেন উপস্থিত অতিথি বক্তাগন৷ 
সেমিনারের পক্ষ থেকে আজকের প্রকাশিত বই ও 'সত্যের পথে' পত্রিকা সকাল শ্রোতাবৃন্দদের হাতে তুলে দেওয়া হয়৷ অনুষ্টানের এ পর্যায়ে খাতুনে জান্নাত এওয়ার্ড প্রদান করা জনাব ড. সৈয়দ মহসিন রেযা আবদী সাহেবকে এবং ইরানী  কারীর হাতেও একটি সম্মানী পুরস্কার তুলে দেওয়া হয়, অনুষ্টানের শেষ পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha