শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ - ১৮:৩৯
সৈয়দ দিলদার আলী নাকভীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র/ভিডিও

সৈয়দ দিলদার আলী ইবনে সৈয়দ মুহাম্মদ মঈন নাকভী হিন্দি নাসিরাবাদি ১১৬৬ হিজরিতে ভারতের নাসিরাবাদে একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পবিত্র বংশধারা ২২ পুরুষের মাধ্যমে দশম ইমাম, হযরত আলী আন-নকী (আ.)-এর সঙ্গে যুক্ত। তিনি ভারতের অন্যতম মহান আলেম ছিলেন এবং প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে জাফরি শরিয়তকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha