সৈয়দ দিলদার আলী ইবনে সৈয়দ মুহাম্মদ মঈন নাকভী হিন্দি নাসিরাবাদি ১১৬৬ হিজরিতে ভারতের নাসিরাবাদে একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পবিত্র বংশধারা ২২ পুরুষের মাধ্যমে দশম ইমাম, হযরত আলী আন-নকী (আ.)-এর সঙ্গে যুক্ত। তিনি ভারতের অন্যতম মহান আলেম ছিলেন এবং প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে জাফরি শরিয়তকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
আপনার কমেন্ট