বৃহস্পতিবার ১ জানুয়ারী ২০২৬ - ২৩:৪১
ঐক্য রক্ষা ও বিভেদ এড়িয়ে চলা সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী শরিয়তসম্মত ফরজ দায়িত্ব

আয়াতুল্লাহিল উজমা নূরী হামেদানি বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী আজ ঐক্য রক্ষা করা এবং মতভেদ ও বিভেদ থেকে বিরত থাকা একটি ওয়াজিবে শরয়ী বা শরিয়তসম্মত অপরিহার্য দায়িত্ব। একই সঙ্গে তিনি বলেন, নেতার নির্দেশ অনুযায়ী সরকারকে সমর্থন করা জরুরি; তবে সরকারকেও অবশ্যই জনগণের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং তদারকি ও নিয়োগের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা নূরী হামেদানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (সেদা ও সিমা)-র প্রধান ড. পেইমান জাবেলির সঙ্গে সাক্ষাতে জাতীয় গণমাধ্যমের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বারো দিনের যুদ্ধকালীন সময়ে তাদের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সে সময়ে আপনারা অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা প্রশংসার যোগ্য।

তিনি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ওপর জায়নবাদী শাসকগোষ্ঠীর হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এতে স্পষ্ট হয় যে শত্রুরা আপনাদের কণ্ঠস্বরকে ভয় পায়, কারণ এই কণ্ঠস্বর প্রভাবশালী এবং সত্য প্রকাশে সক্ষম।

এই প্রবীণ ধর্মীয় নেতা আরও বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের কণ্ঠস্বর হওয়া। একই সঙ্গে ইসলামী ব্যবস্থার সেবা ও সাফল্যগুলো তুলে ধরতে হবে, যাতে তরুণ প্রজন্ম জানতে পারে আমরা অতীতে কোথায় ছিলাম এবং আজ কোন অবস্থানে পৌঁছেছি, পাশাপাশি এই ব্যবস্থার বরকত ও অর্জনগুলো কী। তবে তিনি জোর দিয়ে বলেন, সমস্যাবলি ও দুর্বলতাও রয়েছে, সেগুলো স্বীকার করে সংশোধনের উদ্যোগ নিতে হবে এবং জনগণের বক্তব্য ও দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে সমাজে একদিকে সাংস্কৃতিক সমস্যা—যেমন হিজাবসংক্রান্ত বিষয়—বিদ্যমান, অন্যদিকে গুরুতর অর্থনৈতিক সংকটও রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার কঠিন বাস্তবতায় মানুষ চরমভাবে ক্লান্ত ও অতিষ্ঠ। জাতীয় মুদ্রার অবমূল্যায়ন সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, আর লাগাতার মূল্যস্ফীতি ও জীবিকার চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

আয়াতুল্লাহ নূরী হামেদানি বলেন, নিষেধাজ্ঞা অবশ্যই এসব সমস্যার ওপর প্রভাব ফেলেছে, তবে সেটিই সব সমস্যার একমাত্র কারণ নয়। প্রকৃত সমস্যার বড় অংশের পেছনে রয়েছে যথাযথ তদারকির অভাব ও দুর্বল ব্যবস্থাপনা। এসব সমস্যার কার্যকর সমাধান প্রয়োজন, যাতে জনগণ সন্তুষ্টি ও স্বস্তি লাভ করতে পারে।

তিনি পুনরায় উল্লেখ করেন, সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী ঐক্য রক্ষা করা এবং বিভেদ পরিহার করা শরিয়তসম্মত ফরজ দায়িত্ব। একই সঙ্গে সরকারকে সমর্থন করা আবশ্যক হলেও সরকারকেও জনগণের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে এবং বিশেষভাবে তদারকি ও নিয়োগপ্রক্রিয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha