হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, উলুবেড়িয়া: প্রতি বছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী উলুবেড়িয়া বইমেলা। উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণের সংলগ্ন ময়দানে আয়োজিত এই বইমেলা স্থানীয় পাঠক সমাজের কাছে দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত।
আয়োজকদের সূত্রে জানা গেছে, গত বছর এই বইমেলা থেকে প্রায় এক কোটি টাকার বই বিক্রি হয়েছিল, যা এই মেলার জনপ্রিয়তারই প্রমাণ। এ বছরও কলকাতার কলেজস্ট্রিট-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নামী-দামি প্রকাশনী ও বই বিক্রেতারা অংশগ্রহণ করেছেন।
বইমেলার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের জন্য এ বছর আয়োজন করা হয়েছে ফুল মেলা ও খাদ্য মেলা, ফলে পরিবার-পরিজন নিয়ে মেলায় আসা মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে।
এদিকে, এই বইমেলায় ‘আহলে বাইত বুক সেন্টার’-এর পক্ষ থেকেও একটি স্টল নেওয়া হয়েছে। এখানে ইসলামি সাহিত্য ও আহলে বাইত শীর্ষক বিভিন্ন মূল্যবান গ্রন্থ, বই ও পুস্তক পাঠকদের জন্য উপলব্ধ রয়েছে।
আহলে বাইত বুক সেন্টার অবস্থিত—
স্টল নম্বর: ০৬
(১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে বাম পাশে দ্বিতীয় স্টল)
উলুবেড়িয়া বইমেলা চলবে ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বইপ্রেমী পাঠকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে উলুবেড়িয়া বইমেলা এ বছরও সফল হবে বলে আশাবাদী আয়োজক ও অংশগ্রহণকারীরা।
যোগাযোগ: +91 90513 75515
প্রতি বছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী উলুবেড়িয়া বইমেলা।
আপনার কমেন্ট