মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬ - ১২:৫৭
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই– ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেই সতর্ক করেছেন যে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মুহূর্তে প্রকাশ্যে ইরানে অশান্তিকে সমর্থন করছে।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার বিচারিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোহসেনি-এজেই বলেন, যে কোনো অশান্তিতায় ইসলামী ব্যবস্থা সবসময়ই সুযোগ দেয় যাতে যারা ভুলবশত বা প্রতারণার শিকার হয়ে ক্ষতিকর কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, তারা প্রতিবাদকারীদের সঙ্গে নিজেদের অবস্থান আলাদা করতে পারে। তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের জীবিকা, অর্থনৈতিক কল্যাণ এবং সামাজিক সমস্যার বিষয়গুলো অবশ্যই শোনা হবে।

তবে প্রধান বিচারপতি জোর দিয়ে বলেছেন, “যারা পরিস্থিতি কাজে লাগিয়ে অশান্তি সৃষ্টি করতে চায় এবং দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদের সঙ্গে আমরা আইনানুগভাবে কঠোরভাবে মোকাবিলা করব। প্রতিবাদের সুযোগে নৈরাজ্য সৃষ্টিকারীদের সামনে আমরা নীরব থাকব না।”

তিনি আরও সতর্ক করেছেন যে, নির্দিষ্ট সময়ের পর আর কোনো প্রতিবাদকারী পূর্বের মতো “প্রতারিত” হওয়া বা ভুল বোঝাবুঝির আড়ালে কোনো ছাড় দাবি করতে পারবে না। মোহসেনি-এজেই বলেছেন, দেশের অ্যাটর্নি জেনারেল এবং সকল প্রসিকিউটরকে আইন অনুযায়ী দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে, প্রতিবাদকারীদের এবং তাদের সহায়তাকারীদের কোনো রকম ছাড় বা সহনশীলতা প্রদর্শন না করতে তিনি নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহে তেহরানে ব্যবসায়ীরা জাতীয় মুদ্রার হঠাৎ পতনের প্রতিবাদে সাময়িকভাবে দোকান বন্ধ রাখেন, যা রেকর্ডসীমায় ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়নের প্রেক্ষাপটে ঘটেছিল।


ইরানি কর্মকর্তারা স্বীকার করেছেন যে জনগণ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ। একই সঙ্গে তারা সতর্ক করেছেন যে, বিদেশ সমর্থিত কিছু গোষ্ঠী পরিস্থিতি কাজে লাগিয়ে সহিংসতা সৃষ্টি করতে চায়।
ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ৩ জানুয়ারি বলেন, ব্যবসায়ী শ্রেণী এখনও “ইসলামী বিপ্লবের প্রতি দেশের সবচেয়ে বিশ্বস্ত অংশের মধ্যে রয়েছে।” তিনি সতর্ক করেছেন, শত্রুপ্ররোচিত কিছু ব্যক্তি বৈধ অর্থনৈতিক অসন্তোষের সুযোগ নিয়ে ক্ষতিকর কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, “কিছু প্ররোচিত ব্যক্তি, শত্রুর নিকটভুক্ত ভাড়া করা এজেন্ট, ব্যবসায়ীদের পেছনে অবস্থান করছে এবং ইসলামবিরোধী, ইরানবিরোধী এবং ইসলামী প্রজাতন্ত্রবিরোধী স্লোগান উচ্চারণ করছে।”

প্রধান বিচারপতি মোহসেনি-এজেই বলেছেন, বিচার বিভাগ দেশের নিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবে এবং কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না, বিশেষ করে যারা দেশের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সহিংসতা সৃষ্টি করতে চায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha