বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ - ০১:৩৬
করোনা থেকে বাঁচার উপায়

হাওজা / যাদের করোনা নাই তারাও করোনা থেকে বাঁচার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উপকরণ- বড় এলাচ - ১টি, ছোট এলাচ- ৩-৪টি, লবঙ- ৪-৫টি, গোল মরিচ- ৮-১০ দানা, জোয়ান- ১ চিমটি, আদা- ১টি ছোট টুকরা।

পরস্তুতপ্রণালী এবং ব্যবহার- উপরোক্ত উপকরণগুলো ১.৫ (দেড়) গ্লাস পানিতে দিয়ে ফোটানো শুরু করুন, পানির পরিমাণ অর্ধেকে নেমে আসলে ফোটানো বন্ধ করুন, পানি ছেঁকে চা পান করার মত পান করুন।

ছাঁকা উপকরণগুলো ফেলে দিবেন না। এগুলো আরও কিছু পরিমান যোগ করে ১ লিটার পানিতে ফোটান। পর্যাপ্ত বাষ্প (ভাপ) তৈরী হলে ফোটানো বন্ধ করুন।  এই বাষ্প নিঃশ্বাসের সাথে গ্রহণ করুন।

এভাবে ২-৩ বার করলে ইনশাআল্লাহ করোনা নেগেটিভ হয়ে যাবেন। যাদের করোনা নাই তারাও করোনা থেকে বাঁচার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha