রবিবার ১২ ডিসেম্বর ২০২১ - ২১:০৫
সৈয়দ আলী খামেনি

হাওজা / শহীদদের নামকে বাঁচিয়ে রাখা আসলে শহীদদের পথ ও তাদের এই মহান লক্ষ্যকে জীবিত রাখা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, শহীদদের স্মরণে এবং তাদের পবিত্র নামকে বাঁচিয়ে রাখার জন্য তাদের নামে নামকরণ করা বিভিন্ন স্থান, রাস্তা-ঘাট ইত্যাদি নিজের মধ্যে একটি বিশেষ প্রভাব রাখে।

যখন কোন যুবক বা যুবতী কোন শহীদের নামে উল্লেখিত স্থানের পাশ দিয়ে যায় বা তার দৃষ্টি এই পবিত্র নামটির উপর পড়ে তখন তার মনে ও চিন্তার উপর ইতিবাচক প্রভাব পড়ে।

এভাবে একটি সমাজে ইসলামী ও ঐশী সংস্কৃতির প্রসার ঘটবে। যে সমাজে শহীদদের বিশেষ স্থান আছে সে সমাজ চিরকাল বেঁচে থাকবে।

সৈয়দ আলী খামেনি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha