রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ - ১১:৪৯
আল্লাহর উপাসনা

হাওজা / এক ব্যক্তি আলেমের কাছে প্রশ্ন করলেন:- কোন দিনটি আল্লাহর উপাসনার জন্য উত্তম?

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

এক ব্যক্তি আলেমের কাছে প্রশ্ন করলেন:- কোন দিনটি আল্লাহর উপাসনার জন্য উত্তম?

আলেম বললেন মৃত্যুর আগের দিন, লোকটি অবাক হয়ে বলল ,

কিন্তু মৃত্যু কোনদিন আসবে কোনো মানুষ জানে না আলেম বললেন,

তাই প্রতি দিন নিজের জীবনের শেষ ভাবুন এবং প্রতিদিন উপাসনা করুন , হয়তো আগামীকাল তোমার জীবনে, আর আসবে না,

এতে তোমার পরকাল নক্ষত্রের মতো উজ্জ্বল, এবং জলের মতো পাক ও সাফ থাকবে,

كُلُّ نَفْسٍ ذٰائِقَةُ اَلْمَوْتِ ثُمَّ إِلَيْنٰا تُرْجَعُونَ

প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তারপর আমার নিকটে ফিরে আসে,

((সুরা আনকাবূত আয়াত ৫৭))

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha