শনিবার ২৫ জুন ২০২২ - ১৯:৩০
১৪০০ বছরের পুরো ইতিহাসগুলো প্রচার করুন

হাওজা / নাম না বলে ১৪০০ বছরের পুরো ইতিহাসগুলো প্রচার করুন।

মুস্তাক আহমদ

সুযোগ পেলেই তাদের প্রশ্ন করুনঃ

(১) জালেম কাকে বলে ?

(২) কি করলে জুলুম হয় ?

(৩) নবীর উপরে যে জুলুম করে, তাকে কি বলে ?

(৪) সাইয়েদ্যুল মুরসেলীন হযরত মুহাম্মাদ (সঃ)-এর উপরে কেউ যদি জুলুম করে তাকে কী বলে ?

(৫) নবী সঃ যদি বিছানায় অসুস্থ অবস্থায় কাগজ কলম চান, এমন কেউ ব্যক্তি যদি না দেন ও নবীকে পাগল বলে অপবাদ দেন, তাহলে কী বলে ?

জিজ্ঞাসা করুন.

(৬).আচ্ছা নবীর স্ত্রী হযরত আয়েষা কিভাবে মারা গেছেন ?

জুলুমের ইতিহাস ৷ জেনে শুনে জুলুম করেছে নবী পরিবারের উপরে ৷

এমন কি নবী (সঃ)-এর উপরেও চরমতম জুলুম করেছে মানূষ ৷ সাহাবী হিসাবে পরিচিত এমন মানুষগুলি জুলুম করেছে নবীর উপরে ৷

যখন নবী (সঃ) কাগজ কলম চায়লেন, তখন এক জালেন নবী (সঃ)কে অপবাদ অপমান করেছে ৷ তার নাম ও পরিচয় আমরা জানি ৷

আমরা সুধু এটা জানতে চাই ...কেউ যদি নবী (সঃ)কে পাগল বলে, তাহলে তাকে কি বলবো ?

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha