শনিবার ৯ জুলাই ২০২২ - ২০:১৬
মুস্তাক আহমদ

হাওজা / বিশ্বের মুসলিম দেশগুলি ইহুদীবাদী ইজরাঈলের সাথে হাত মিলিয়ে জালেম জেরুজালেমকে সাহায্য করছে।

মুস্তাক আহমদ

যেখানে আরবসহ বিশ্বের তাবড় তাবড় মুসলিম দেশগুলি ইহুদীবাদী ইজরাঈলের সাথে হাত মিলিয়ে জালেম জেরুজালেমকে সাহায্য করছে, মিটিং সিটিং করছে এবং অপরদিকে ইরানকে জব্দ করার জন্য ষড়যন্ত্র করেই চলেছে, সেখানে রাশিয়ার পুতিন ইহুদীদের হুমকী দিয়ে চিঠি লিখেছেন গতকাল ৷

ইহুদীদের এক সংস্থাকে চিঠিটি লেখেন রাশিয়ার পুতিন, সেই চিঠিতে তিনি লেখেনঃ 'হে ইহুদী ! তোমাদের সকল ষড়যন্ত্র মূলক কার্জক্রম বন্ধ করতে হবে ৷ এ ব্যাপারে পুতিন দৃঢ়তার সাথে লিখিত হুমকি দিয়েছেন বলে খবরে প্রকাশ ৷

খবরে এও প্রকাশ সম্প্রতি ফিলিস্তিনে ইহুদী হামলার ব্যাপারেও পুতিন ইহুদীদের মোকাবেলায় দাঁড়িয়েছেন ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha