বুধবার ২০ জুলাই ২০২২ - ১২:১৮
 কর্মের চেতনাকে বলা হয় গাদীর

হাওজা / জমিয়তে উলামা-ই-ইসনা আশারিয়া কারগিলের পক্ষ থেকে ঈদ গাদীর উদযাপনের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ঈদ-ই-গাদীর উপলক্ষে কারগিলের রাজধানীতে জমিয়ত-ই-উলামায়ে ইসনা আশারিয়া কারগিল আয়োজিত হাওজা ইলমিয়া ইসনা আশারিয়া-ইসরিয়া কারগিল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঈদ-ই-গাদীর উপলক্ষে কারগিলে মাহফিল উদযাপনের আয়োজন করা হয়েছিল যেখানে কার্গিল জেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক আলেম ও মুমিনগণ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে হাওজা ইলমিয়া ইসনা আশারিয়া কারগালের ছাত্র আনসার আলী মাহদাভীর দ্বারা ঈদ-ই-সাইদ গাদীরের জাঁকজমক উদযাপন শুরু হয়।

ঈদ গাদীরের এই উদযাপনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন জমিয়তে উলামায়ে ইসনা আশারিয়া কারগিল হুজ্জাতুল ইসলাম শেখ মুহাম্মদ হুসাইন মফিদ।

হুজ্জাতুল ইসলাম শেখ মুহাম্মাদ হুসাইন মুফিদ তার সভাপতির ভাষণে গাদীরের গুরুত্ব ও গদীরের জ্ঞানের প্রতি ইঙ্গিত করে বলেন যে ঈদে সাঈদ গাদিরে খুম সেই দিন যেদিন মুমিন ও মুনাফিকের পরিচয় পাওয়া যায়এবং আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মের কাছে গাদীরের বাণী এবং গাদীরের গুরুত্ব পৌছে দেওয়া এবং এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব পিতা-মাতার উপর, কিভাবে তারা তাদের সন্তানদেরকে বেলায়েত ও ইমামতের সাথে পরিচিত করায়।

ঈদে গাদীর উপলক্ষে জমিয়তে উলামা ইসনা আশারিয়ার সদস্য শেখ মহসিন আলী তার শ্রেষ্ঠ বক্তব্য দিয়ে মাহফিলের দায়িত্ব পালন করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha