বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ - ১৫:২৩
ইরানের পূর্ব সীমান্ত

হাওজা / ইরানের পূর্ব সীমান্তে জিয়ারতকারীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে এবং সিস্তান-বেলুচিস্তানের জনগণ এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা তাদের সর্বাত্মকভাবে জিয়ারতকারীদের সেবায় নিয়োজিত রয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান আজকাল ইসলামী ঐক্যের কেন্দ্রে পরিণত হয়েছে। সীমান্ত থেকে শুরু করে শহর-নগরে আরবাইন হুসাইনির সেবার পরিবেশ অনুভব করা যায়। ডাক্তার, শ্রমিক, চালক সবাই এখানে এক রঙে রাঙানো এবং তা হলো ইশক হোসাইনী, যা ভাষা, জাতি, বর্ণ, দেশের ভেদাভেদ শেষ করে সবাই হোসাইন (আ.)-এর গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

পাকিস্তান থেকে জিয়ারতকারীরা কঠিন পথ পায়ে হেঁটে ইরান সীমান্তে পৌঁছায়।সিস্তান ও বেলুচিস্তানের মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও আতিথেয়তা দেখে নতুন শক্তি লাভ করে তারা ইরাকের সীমান্তে এবং তারপর কারবালার দিকে যাত্রা করে।

উল্লেখ্য, ইরানের জনগণ এবং ইমাম রেজা (আ.)-এর মাজারসহ কিছু প্রতিষ্ঠান আরবাইনের সময় জিয়ারতকারীদের সেবার উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে সীমান্ত এলাকায় মিছিলের আয়োজন করেছে। যারা তাদের আবাসনের পাশাপাশি খাবার ও ওষুধের সুবিধা দিচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha