শুক্রবার ৭ অক্টোবর ২০২২ - ১১:৫৪
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / মানুষের উচিত হোসায়নী মজলিসে আহলেবায়েত (আঃ)-এর যিকর্ করা এবং তাঁদের গুণাবলী বর্ণনা করা।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰمُ لِلْفُضَیْلِ : تَجْلِسُوْنَ وَتُحَدِّثُوْنَ ؟ فَقَالَ : نَعَمْ ،قَالَ : اِنَّ تِلْكَ الْمَجَالِسَ اُحِبُّھَا فَاْحْیُوْا اَمْرَنَا فَرَحِمَ اللّٰهُ مَنْ اَحْیِیْ اَمْرَنَا

ইমাম জাফর সাদিক্ব (আঃ) ফোযায়েল'কে জিজ্ঞাসা করেন : তোমরা কি একসাথে বসে একে অপরের সাথে কথা বল? সে বলে : হ্যাঁ! তিনি (আঃ) বলেন : আমি এই ধরনের সমাবেশ পছন্দ করি, আমাদের ইমামতীকে জীবিত রাখ। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করবেন যিনি আমাদের যিকর্ পুনরুজ্জীবিত করেন।"

উল্লেখিত হাদীস থেকে এটা উপলব্ধি করা যায় যে, মানুষের উচিত হোসায়নী মজলিসে আহলেবায়েত (আঃ)-এর যিকর্ করা এবং তাঁদের গুণাবলী বর্ণনা করা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha