মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ - ১১:৩৭
তাফসির "মুশাফ্ফা" বই প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠান

হাওজা / মরহুম আয়াতুল্লাহ বাতহাই এর "মুশাফ্ফা" কুরআনের তাফসীর ভিত্তিক বই প্রকাশ করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের কুম শহরে মরহুম আয়াতুল্লাহ বাতহাইয়ের "মুশাফ্ফা" নামক তাফসিরের উপর ভিত্তি করে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জামিয়া-এ-মদার্রেসিন হাওজা ইলমিয়া কুমের প্রধান আয়াতুল্লাহ সৈয়দ হাশিম হুসাইন বুশেহরী হাওজা ইলমিয়া কুমের পরিচালক আয়াতুল্লাহ আরাফী, আলেম, মহান শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানের শুরুতে আয়াতুল্লাহ বাতহাই গুলপাইগানির পুত্র হাজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মাহদী বাতহাই কথোপকথনের সময় মহানবী (সা.) এর ঐতিহ্যের দিকে ইঙ্গিত করে বলেন: এই বরকতময় হাদিসটি আয়াতুল্লাহ বাতহাই এর পক্ষ থেকে এই গ্রন্থের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন: আয়াতুল্লাহ বাতহাই কুরআনের এই তাফসীরটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যু তাকে সময় দেয়নি এবং তিনি ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

হুজ্জাতুল ইসলাম মাহদী বলেন: মরহুম আয়াতুল্লাহ বাতহাই অত্যন্ত নম্র এবং উচ্চ নৈতিকতার অধিকারী ছিলেন। তিনি আহলে বাইত (আঃ)-কে ভালোবাসতেন এবং আহলে বাইতের শত্রুদেরকে সমানভাবে ঘৃণা করতেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha