রবিবার ২৩ অক্টোবর ২০২২ - ০৯:৫৫
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : আমাদের নিপীড়নের জন্য শোকাহত নিঃশ্বাস ফেলা তাসবীহ হিসেবে গণ্য করা হয় এবং এই দুঃখ হল এবাদত।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰم : نَفْسُ الْمَھْمُوْمٍ لِظُلْمِنَا تَسْبِیْح وَھَمُّهُ لَنَا عِبَادَة وَکِتْمَانُ سِرَّنَا جِھَاد فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ قَالَ اَبُوْ عَبْدِاللّٰهِ عَلَیْهِ السَّلاٰمُ : یَجِبُ اَنْ یُکْتَبَ ھَذَا الْحَدِیْثُ بِالذَّھَب

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "আমাদের নিপীড়নের জন্য শোকাহত নিঃশ্বাস ফেলা তাসবীহ হিসেবে গণ্য করা হয় এবং এই দুঃখ হল এবাদত। আমাদের গোপনীয়তা লুকিয়ে রাখা জিহাদ, তারপর ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেন : এই হাদীসটি স্বর্ণাক্ষরে লেখা প্রয়োজন।"

অর্থাৎ আহলেবায়েত (আঃ)-এর শোকে দীর্ঘশ্বাস ফেলা তাসবীহ ও যিকর্ হিসেবে বিবেচিত করা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha