শনিবার ৫ নভেম্বর ২০২২ - ০৯:২১
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম রেযা (আঃ) রেয়ান বিন শাবীবকে বললেন : যদি তুমি আমাদের সাথে জান্নাতে উচ্চ স্থানে উপনীত হয়ে সুখী হতে চাও, তাহলে আমাদের শোকে শোক প্রকাশ কর এবং আমাদের আনন্দে আনন্দিত হও।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الرِّضَا عَلَیْهِ السَّلاٰمُ : إِنْ سَرَّكَ اَنْ تَکُوْنَ مَعَنَا فِیْ الدَّرَجَاتِ الْعُلی مِنَ الْجِنَانِ فَاحْزَنْ لِحُزْنِنَا وَافْرَحْ لِفَرَحِنَا

ইমাম রেযা (আঃ) রেয়ান বিন শাবীবকে বললেন : "যদি তুমি আমাদের সাথে জান্নাতে উচ্চ স্থানে উপনীত হয়ে সুখী হতে চাও, তাহলে আমাদের শোকে শোক প্রকাশ কর এবং আমাদের আনন্দে আনন্দিত হও।"

স্বভাবগত দিক দিয়ে এটা স্পষ্ট যে, যেকোন মাসুম (আঃ)-এর শাহাদাতের জন্য শোক প্রকাশ করা এবং তাঁদের জন্মদিনের জন্য আনন্দ উল্লাস উদযাপন করা উচিত। বনী উমাইয়ারা তাদের রাজত্বকালে, আশুরার দিন'কে ঈদ হিসেবে উদযাপন করে, যাতে মানুষেরা ধীরে ধীরে ইমাম হোসায়েন (আঃ) এবং তাঁর উপরে নিক্ষেপ করা লোমহর্ষক মসিবতের কথা ভুলে যায়। কিন্তু প্রতিটি যুগে আহলেবায়েত (আঃ)-এর অনুসারীরা বিদ্যমান ছিলেন এবং তারাই হোসায়নীয়াত কে জীবিত রেখেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha