বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ - ১২:২০
আসল বন্দী

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আঃ) একটি রেওয়ায়েতে একজন প্রকৃত বন্দীর পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম জাফার সাদিক (আ.) বলেছেন:

المَسجونُ مَن سَجَنَتهُ دُنياهُ عَن آخِرَتِهِ

প্রকৃত বন্দী সেই ব্যক্তি যার দুনিয়া তাকে পরকাল থেকে বিরত রাখে।

(কাফী: খন্ড ২, পৃ. ৪৫৫, হা ৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha