মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ - ২৩:৫০
হুজ্জাতুল ইসলাম মাওলানা মীজান হুসাইন সাহেব ক্বিবলা

হাওজা / নাজাফ প্রবাসী বাঙালি ছাত্র বৃন্দের পক্ষ থেকে নাজাফ শহরে হযরত মাওলা আলী (আ.) এর পবিত্র শাহাদাত উপলক্ষে শোক মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ রিপোর্ট অনুযায়ী, নাজাফ প্রবাসী বাঙালি ছাত্র বৃন্দের পক্ষ থেকে, পবিত্র নাজাফ শহরে হুসাইনিয়া বাকিয়াতুল্লাহ’তে মোট চারটি মজলিসের আয়োজন করা হয়েছে। প্রথম মজলিস হুসাইনিয়া বাকিয়াতুল্লাহ’তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মজলিসে বক্তব্য রেখেছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মীজান হুসাইন সাহেব ক্বিবলা।

দ্বিতীয় মজলিস ১৯ রমজানের ফরজের নামাজের পরে পবিত্র মসজিদে কূফাতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা শাবিহুল হাসান (জিমি) সাহেব ক্বিবলা। অতঃপর সেখানে বাংলা ভাষায় নাওহা মাতমও হয়, নাওহা পরিবেসন করেন মাওলানা আসাদুল আলম সাহেব ক্বিবলা।

১৯ রমজানের রাতে তৃতীয় মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাকলাইন গাজী সাহেব। অতঃপর নাওহা মাতম হয়। নাওহা পড়েন মাওলানা শাবিহুল হাসান (জিমি) সাহেব ক্বিবলা, মাওলানা এরশাদ আলী সাহেব ক্বিবলা ও মাওলানা নাজিবুল ইসলাম সাহেব ক্বিবলা।

২০ রমজানের রাতে ইনশাআল্লাহ চতুর্থ মজলিস অনুষ্ঠিত হবে। মজলিসে বক্তব্য রাখবেন, হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী আব্বাস সাহেব ক্বিবলা। অতঃপর বিভিন্ন নাওহাখান নাওহা পাঠ করবেন।

উল্লেখ্য বাকিয়াতুল্লাহ অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা রমজান মাস ব্যাপী কোরানিক অনুষ্ঠান অব্যহত আছে। যেমন: খাতমে কোরআন, বাচ্চাদের কোরআন শিক্ষা, বুনিয়াদি দ্বীনের শিক্ষা এছাড়া আরো প্রভূত কর্মসূচি আবহমান।

অবশেষে আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ আমাদের সিয়াম ও ক্বিয়াম কে কবুলিয়তের মর্যাদা দিন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha