হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
সালামুন আলাইকুম,
এতদ্বারা আপনাকে আন্তরিক ভাবে আহ্বান করিতেছি যে, আগামী *২৮শে নভেম্বর* ২০২৩ মঙ্গলবার, দুপুর ১২.৩০ মিনিটে *"আইয়ামে ফাতেমীয়া"* উপলক্ষে নওহা, মাতম, মজলিস ও জুলুসের আয়োজন করা হইয়াছে।
অতএব উক্ত অনুষ্ঠানে আপনার ও আপনার গ্রামের সকল মোমিন ও মোমেনা পেশইমাম সহ শামিল হওয়ার জন্য একান্ত ভাবে আহ্বান করিতেছি।
ইতি-
আমরুলগাছা, বেজপাটলি
দাদনপাড় গ্রামবাসী বৃন্দ।
পরিচালক :
যাকিরে আহলেবাইত জনাব মাওলানা মোঃ আসগার আলী সাহেব
(ইমামে জুমআ আমরুলগাছা, থানা হাসনাবাদ, জেলা উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ)
বিঃ দ্র :
২৪, ২৫, ২৬, ২৭শে নভেম্বর ২০২৩, বিকেল ৩:০০ থেকে প্রতিদিন মোমেনাদের জন্য মজলিসের আয়োজন করা হইয়াছে, এছাড়া প্রতিদিন রাত ৭:০০ থেকে মোমিন ও মোমেনাদের জন্য মজলিসের আয়োজন করা হইয়াছে।
আপনার কমেন্ট