শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ - ১০:২১
ফাতেমিয়া শোক সভা

হাওজা / হযরত মা ফাতেমা যাহারা শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এক বিশাল শোকো পথসভা আয়োজন করা হয়েছে।

রিপোর্ট: মিন্টু সরদার

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সালামুন আলাইকুম। হযরত মা ফাতেমা যাহারা শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এক বিশাল শোকো পথসভা আয়োজন করা হয়েছে।

সময় বিকাল ৩ টায় কেওটশাহ হইতে নারিকেলবেড়িয়া কারবালা পর্যন্ত। অভিমুখে জুলুস শুরু হইবে। টোটাল ১৮ টি গ্রামের মানুষ সম্মিলিতভাবে এই শোকো পথসভায় পায়ে হেঁটে নারিকেলবেড়িয়া কারবালা পর্যন্ত আসিবেন। ইনশাআল্লাহ

তারিখ ১৭-১২ ২০২৩ রবিবার

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha