শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ - ১২:৪০
গাজার খান ইউনিস শহরে আগ্রাসী ইহুদিবাদী সরকারের বোমাবর্ষণ

হাওজা / ইহুদিবাদী সরকার, গাজার বিরুদ্ধে তার অপরাধ অব্যাহত রেখে শনিবার সকালে খান ইউনিস শহরে বোমাবর্ষণ করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী সরকারের খান ইউনিস শহরে বোমাবর্ষণে বহু বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।

ইহুদিবাদী সৈন্যরা আজ সকালে শাহ আল-খলিল, বাইতুল-লেহেম এবং পশ্চিম নাবলুসের কুসিন গ্রামগুলিকেও লক্ষ্যবস্তু করেছে - আক্রমণাত্মক ইহুদিবাদী সৈন্যরা কুসিন গ্রামে তাদের আক্রমণে দুই ফিলিস্তিনি যুবককেও গ্রেপ্তার করেছে৷

দখলকারী ইহুদিবাদী শাসকের সেনাবাহিনী আল-আকসা অভিযানের পঁচাশি দিনের মধ্যেও গাজার জনগণের বিরুদ্ধে তার বর্বর অপরাধ অব্যাহত রেখেছে।

প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার অধিকৃত গোলানেও বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।

এগুলো সিরিয়ার সেই এলাকাগুলো যেগুলো এখনো ইহুদিবাদী সরকারের নিয়ন্ত্রণে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha