বৃহস্পতিবার ১৮ জানুয়ারী ২০২৪ - ১২:১৩
রজব মাসে রোজা রাখার সওয়াব

হাওজা / ইমাম মুসা কাজিম (আ.) রজব মাসে একদিন রোজা রাখার সওয়াব তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "মান লাইহজারুল-ফাকিহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম কাজিম (আ:) বলেছেন:

رَجَـبٌ نَهْـرٌ فِى الْجَنَّـةِ أَشَدُّ بَياضا مِنَ اللَّبَنِ وَ أَحْلى مِنَ الْعَسَلِ، فَمَن صامَ يَوْما مِنْ رَجَبٍ سَقاهُ اللّه ُ مِنْ ذلِكَ النَّهْرِ

রজব জান্নাতের একটি নদীর নাম যা দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি আর যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে, মহান আল্লাহ তাকে সেই নদী থেকে সেচ দেবেন।

(মান লাইহজারুল-ফাকিহ, খণ্ড ২, পৃ. ৫৬, হা. ২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha