শুক্রবার ২৪ মে ২০২৪ - ১৮:২৭
ইরানের মান্যবর রাষ্ট্রপতি ও তাঁর সহকর্মীদের শাহাদাত স্মরণে মজলিস ও কুরআন খানী।

হাওজা / খালিশপুর কাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে বাদ নামাজে জুমা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রপতি আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রায়িসী ও তাঁর সহকর্মী এর শাহাদাত স্মরণে মজলিস ও কুরআন খানী অনুষ্ঠিত হয়।

রিপোর্ট: সৈয়দ আলী আকবার

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

انا للہ وانا الیہ راجعون

খালিশপুর কাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে বাদ নামাজে জুমা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রপতি আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রায়িসী ও তাঁর সহকর্মী এর শাহাদাত স্মরণে মজলিস ও কুরআন খানী অনুষ্ঠিত হয়।

মজলিসে বক্তব্য রাখেন: হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা।

সার্বিক ব্যবস্থাপনা: হোসাইনী মিশন। খালিশপুর, খুলনা।

মারহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি। এলাহী আমিন। সকলের কাছে অনুরোধ একবার সূরা ফাতিহা ও ৩বার সুরা ইখলাসের তেলাওয়াত করে মারহুমীনদের আত্মাকে হাদিয়া করবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha