শনিবার ২৯ জুন ২০২৪ - ১১:৫৩
জ্ঞানী শাসক

হাওজা / আমীরুল মুমিনীন ইমাম আলী (আ.) একটি রেওয়ায়েতে জ্ঞানী শাসকের পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "গেরারুল-হিকাম" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

আমীরুল মুমিনীন ইমাম আলী (আ.) বলেছেন:

أعقَلُ المُلوکِ مَن ساسَ نَفسَهُ لِلرَّعِیَّةِ بما یُسقِطُ عَنهُ حُجَّتَها، و ساسَ الرَّعِیَّةَ بما تُثبِتُ بهِ حُجَّتَهُ علَیها

সবচেয়ে জ্ঞানী শাসক সেই যে তার কাজকর্ম এমনভাবে পরিচালনা করে যাতে জনগণের কোনো আপত্তি বা অজুহাত না থাকে আর তার উচিত জনগণের কাছ থেকে এমন নীতি গ্রহণ করা যাতে সে তাদের ওপর তার কর্তৃত্ব প্রমাণ করে।

(গেরারুল-হিকাম: ৩৩৫০)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha