সোমবার ২৯ জুলাই ২০২৪ - ১২:১৪
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

হাওজা / তুরস্ক ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালাতে পারে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালাতে পারে। গতকাল (রোববার) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সমাবেশে এই হুমকি দেন তিনি।

এরদোগান বলেন, “আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালাতে না পারে।” তিনি আরো বলেন, “আমরা যেভাবে নাগার্নো-কারাবাখে কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, ঠিক একইভাবে আমরা ইসরায়েলে প্রবেশ করব। এমন কিছু নেই যে আমরা করতে পারি না। এজন্য আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে।”

তুর্কি প্রেসিডেন্ট তার এ বক্তব্যের মধ্যদিয়ে লিবিয়ার গৃহযুদ্ধে আংকারার সক্রিয় অংশগ্রহণ এবং আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতের প্রতি ইঙ্গিত দেন।

উল্লেখ্য যে, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার নাগার্নো-কারাবাখ সংঘাতে আজারবাইজান বিজয়ী হয় এবং তুরস্ক ও ইসরায়েল দুই পক্ষেরই সমর্থন লাভ করে। কিন্তু ওই সংঘাতে তুরস্কের সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণের খবর এখন পর্যন্ত বের হয়নি।

এরদোগান বিভিন্ন সময় ফিলিস্তিনিদের জন্য বড় সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করলেও ইসরায়েলের বিরুদ্ধে কখনো সরাসরি হামলার হুমকি দেননি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha