বুধবার ৭ আগস্ট ২০২৪ - ১২:৪৭
পাকিস্তানি জায়ের

হাওজা / এ বছর হজরত ইমাম হোসাইন (আ.)-এর আরবাইন বা চেহলুম উপলক্ষে পাকিস্তান থেকে এক লাখেরও বেশি জিয়ারতকারী ইরানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের পরিবহন মন্ত্রণালয়ের আরবাইন কমিটির প্রধান হুসাইন মোজনাব বলেছেন যে এ বছর আরবাইন উপলক্ষে এক লাখেরও বেশি পাকিস্তানি জিয়ারতকারী আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেছেন যে সিস্তান ও বেলুচিস্তানের সীমান্ত ক্রসিংয়ে জিয়ারতকারীদের সর্বোত্তম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্তে ওয়েটিং হল সম্প্রসারণ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ছাউনি স্থাপনের কাজ চলছে।

সব সরকারি সংস্থার মধ্যে যোগসূত্র ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো বাধা ছাড়াই জিয়ারতকারীদের প্রবাহ বজায় রাখতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha