শুক্রবার ৯ আগস্ট ২০২৪ - ১৯:০১
ড. ইউনূস (বামে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হাওজা / ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) উপদেষ্টা পরিষদের শপথের পর এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

মোদী লিখেছেন, “বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি।”

ভারতের প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha