রবিবার ১০ নভেম্বর ২০২৪ - ২০:২৬
গাজায় নিষ্ঠুরতা সব সীমা অতিক্রম করেছে

হাওজা / ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ঘোষণা করেছে যে গাজার বিরুদ্ধে নৃশংস ইহুদিবাদী আগ্রাসনে শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা তেতাল্লিশ হাজার ছয়শত তিনে পৌঁছেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত চব্বিশ ঘণ্টায় দখলদার ইহুদিবাদী সরকার গাজার বিরুদ্ধে তিনটি আগ্রাসন চালিয়েছে, যাতে পঞ্চাশ জন ফিলিস্তিনি শহীদ এবং একশো চৌষট্টি জন আহত হয়েছে।

এই শহীদের সংখ্যা যোগ করলে গাজার বিরুদ্ধে বর্বর ইহুদিবাদী আগ্রাসনে শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শত তিনজন এবং আহত হয়েছেন আরও এক লাখ দুই হাজার নয়শত ঊনিশ জন।

গাজার বিরুদ্ধে বর্বর ইহুদিবাদী আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় শহীদ ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

এবং তার সর্বশেষ হামলায় ইহুদিবাদী শাসক উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পুরানো রাস্তাকে লক্ষ্যবস্তু করে তেরো জন শিশুসহ ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

অন্যদিকে ইউএনআরডব্লিউএ-র প্রধান লাজারিনি গাজার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঘোষণা করেছেন যে এসব এলাকায় ইহুদিবাদী সরকারের গণহত্যা ও জাতিগত নির্মূলের এক মাস পর এসব এলাকায় তীব্র অনাহারও পরিলক্ষিত হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha