শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ - ১১:৩৫
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলার দৃশ্য

হাওজা / হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের একর শহরে শ্রাগা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের উত্তরাঞ্চলের একর শহরে শ্রাগা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থত লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। শুক্রবার (১৫ নভেম্বর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ এক ঘোষণায় জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একর শহরে শ্রাগা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে। সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলও এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত মুখ খুলেনি। এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের তেল হাইম সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

এর জেরে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে লেবাননে গত সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু স্থল অভিযানে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা।

ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের এই অভিযান থামবে না। তবে, তাদের এই হুঁশিয়ারি আকাশকুসুম বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha